সিরাজদিখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

Date: সোমবার, জানুয়ারী ০৫, ২০২৬
news-banner
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সফল ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব সৈয়দা নাফিস সুলতানা। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, জেলা তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) রহিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. হাবিবুর রহমান, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যবৃন্দ। প্রধান অতিথি কাজী মুহাম্মদ মোজাম্মেল হক সভায় বলেন, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। ভোটের দিনে প্রত্যেকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এই নির্বাচন হবে অতীতের তুলনায় আরও সুন্দর, শতভাগ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই সব প্রয়োজনীয় নিরাপত্তা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক, তাই নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে ভোটারদের সচেতন করা হয়েছে যাতে তারা নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।

Leave Your Comments