জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ৭৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি, ২০২৬) কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে এ কে এম মুশফিকুল রহমান-কে আহবায়ক এবং মোঃ মুহিন সরকার-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও পুরো কমিটির কার্যক্রম তদারকি ও সমন্বয় করতে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাওসার হামিদ। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নাজমুল হাসান রেজা এবং সদস্য সচিব মোঃ আরিফ আলী যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করেন।
৭৫ সদস্যের এই শক্তিশালী কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন— মোঃ নাহিদ হাসান শাওন, মোঃ আবু সুফিয়ান রিগান, মোঃ মামুনুর রহমান, মোঃ ফিরোজ, মোঃ ইসমাইল হোসেন সাদ্দাম, মোঃ কবির হাসান, মোঃ ওসমান গনি, মোঃ ইউনুস আলী, গোলাম রব্বানী, মোঃ হাবিবুর রহমান তুহিন, আবির হাসান আকাশ, মোঃ শরিফুল ইসলাম এবং মোঃ হাবিব হোসেন। এছাড়াও কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে মোঃ আরিফ আলীকে।
কেন্দ্রীয় নির্দেশনায় জানানো হয়েছে, নবগঠিত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে রংপুর জেলার আওতাধীন সকল উপজেলা, থানা ও শিক্ষা প্রতিষ্ঠানে সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
নতুন কমিটির আহবায়ক ও সদস্য সচিব জানান, তারা দ্রুততম সময়ের মধ্যে রংপুরে ছাত্র সমাজকে সুসংগঠিত করে ছাত্রসমাজের অধিকার রক্ষা ও দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন।