নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন মিশনপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারায়ণগঞ্জ) অভিযান চালিয়ে শহরের চিহ্নিত ঐতিহ্যবাহী মাদক বিক্রেতা পরিবারের অন্যতম সদস্য ছোট বদি'র দুই সহযোগিকে ৩০০ পিস ইয়াবা সহ আটক করেছে।
গত ০৪/০১/২০২৬ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মো: এনামুল হক এর নেতৃত্বে একটি টিম বিকেল আনুমানিক ০৫:৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট ছোট বদি'র অন্যতম দুই সহযোগি মোঃ ইমন হোসেন (২৪) ও মোঃ আমির হোসেন (২৫) কে ৩০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তারা দীর্ঘদিন ধরে মিশনপাড়া,আমলাপাড়া,খানপুর, গলাচিপা সহ আশ-পাশের এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানা যায়।
ধৃত আসামী ০১। মোঃ ইমন হোসেন (২৪), পিতাঃ শাজাহান গাজী, মাতাঃ লাকী বেগম, বর্তমান ঠিকানাঃ #মিশনপাড়া (স্বপ্ননীল আবাসিক এলাকা নবাব সলিমুল্লাহ রোড), থানাঃ নারায়ণগঞ্জ সদর, জেলাঃ নারায়ণগঞ্জ। স্থায়ী সাং-খেরুদিয়া (মুন্সিবাড়ী), পোঃ বিষ্ণুপুর, থানাঃ চাঁদপুর সদর, জেলাঃ চাঁদপুর।
আসামী- ০২। মোঃ আমির হোসেন (২৫), পিতাঃ মোঃ আবুল কাশেম, মাতাঃ নারগিস বেগম, বাসা নং-২৯/২, #ডনচেম্বার (রনির বাড়ীর ভাড়াটিয়া), থানাঃ নারায়ণগঞ্জ সদর, জেলাঃ নারায়ণগঞ্জ।
অপরদিকে নারায়ণগঞ্জ শহরের একটি আবাসিক এলাকায় স্থিত একটি সুনামধন্য স্কুল সংলগ্ন এলাকায় চিহ্নিত মাদক সম্রাট ছোট বদি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা শহরের বিভিন্ন স্থানে তাদের সহযোগীদের দিয়ে দেদারসে মাদক বিক্রি চালিয়ে আসছে। এর আগে ছোট বদি'র মাদক ব্যবসার একটি ভিডিও ফুটেজ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় নিউজ আকারে ভাইরাল হলে নব্য মাফিয়া খ্যাত ছোট বদি ও তার বাহিনীর সদস্যরা অবৈধ আগ্নেয় অস্ত্র দিয়ে গুলি করে সে ভিডিও ফুটেজ প্রদানকারীর বাড়িতে। গুলি করার সেই ভিডিও সিসি ক্যামেরায় ধরা পড়লেও অবৈধ সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারে প্রশাসনের তেমন কোন তৎপরতা এখনো দেখা যায়নি।