রংপুরে তীব্র শীতে গবাদি পশুর রোগ প্রতিরোধে রংপুর সদর প্রাণিসম্পদ অফিসের তৎপরতা

আসাদুজ্জামান টিটু, রংপুর প্রতিনিধি:

Date: রবিবার, জানুয়ারী ০৪, ২০২৬
news-banner
রংপুরে জেঁকে বসা তীব্র ঠান্ডায় গবাদি পশুর বিভিন্ন শীতজনিত রোগ প্রতিরোধের লক্ষ্যে বিশেষ কার্যক্রম শুরু করেছে রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে গবাদি পশুর জ্বর, সর্দি, বদহজম ও নিউমোনিয়াসহ নানা সংক্রমণের হাত থেকে পশু রক্ষায় খামারি ও কৃষকদের সরাসরি পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, অতিরিক্ত শীতে গবাদি পশু মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকে। এসব রোগ থেকে রক্ষায় পশুদের জন্য বিশেষ উষ্ণ আবাসন ও যত্ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। পুরনো কাঁথা-কম্বল, ছালার চট, বস্তা বা অব্যবহৃত গরম কাপড় ব্যবহার করে পশুর শীত নিবারণের চেষ্টা করতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশারফ হোসেন এ বিষয়ে বলেন, “তীব্র শীতে গবাদি পশুর জ্বর, কাশি, ক্ষুধামন্দা, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি থাকে। আমরা নিয়মিত মাঠ পর্যায়ে গিয়ে খামারিদের সতর্ক করছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। বিশেষ করে পশুকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে গরম কাপড় ব্যবহার এবং পুষ্টিকর দানাদার খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে ইতিমধ্যে আক্রান্ত পশুদের সুচিকিৎসা প্রদান শুরু হয়েছে। যদি কোনো খামারির পশু অসুস্থ হয়ে পড়ে, তবে কালক্ষেপণ না করে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বর্তমানে মাঠ পর্যায়ে প্রাণিসম্পদ দপ্তরের টিমগুলো তদারকি চালিয়ে যাচ্ছে, যাতে শীতের কারণে গবাদি পশুর কোনো বড় ধরনের ক্ষতি না হয়।

Leave Your Comments