সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় মোবাইলকোর্ট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: রবিবার, জানুয়ারী ০৪, ২০২৬
news-banner
সিরাজগঞ্জে ১ টি অবৈধ ইটভাটায় মোবাইলকোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । রবিবার (৪ জানুয়ারি) দুপুর ২ টার দিকে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর ও সদর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমুর নেতৃত্বে, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় ডাকাতিয়া বাড়ী এলাকায় মেসার্স সোনালী ব্রিকসে মোবাইলকোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইলকোর্ট পরিচালনাকালে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: শাহিন আলম। এ সময় মোবাইলকোর্টে উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের একটি চৌকশ টিম। সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments