রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিনবিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী লালমনিরহাটের কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম গ্রামের বাসিন্দা মো. শাহাজাহান আলী (৩২) অভিযোগে উল্লেখ করেন, তার পূর্বপরিচিত মো. নাজিমুল ইসলাম (প্রধান শিক্ষক) (৪৬), তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিনবিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভূক্তভোগীর স্ত্রীকে ওই বিদ্যালয়ে আয়া পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেন। এক বছরের মধ্যে চাকরি নিশ্চিত করার আশ্বাস দিয়ে অভিযুক্ত শিক্ষক শাহাজাহান আলীর কাছ থেকে ৪ লাখ টাকা গ্রহন।
অভিযোগে আরও বলা হয়, ২০২১ সালে স্থানীয় তিনজন সাক্ষীর উপস্থিতিতে শাহাজাহান আলীর নিজ বাড়িতে নগদ ৪ লাখ টাকা গ্রহণ করেন অভিযুক্ত নাজিমুল। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত চাকরি দেওয়া হয়নি। পরবর্তীতে আয়া পদে নিয়োগ দেওয়া হলেও শাহাজাহান আলীর স্ত্রীকে বাদ দিয়ে অন্য একজন নারীকে ওই নিয়োগ দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি জানার পর তিনি একাধিকবার অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে চাকরি অথবা টাকা ফেরতের দাবি জানান। এ সময় অভিযুক্ত বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১৫ নভেম্বর ২০২৫ তারিখে বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে টাকা ফেরতের দাবি জানালে এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন অভিযুক্ত প্রধান শিক্ষক নাজিমূল ইসলাম । কিন্তু নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত দেন নাই এবং ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করে ফোন বন্ধ করে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, চাকরি দেওয়ার কথা বলে কৌশলে অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই অভিযুক্ত শিক্ষক প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়েছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নাজিমূল ইসলাম বলেন, নিয়োগের বিষয়ে আমি শাহজান আলীর কাছ থেকে কোন টাকা নেই নাই।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিনবিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী লালমনিরহাটের কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম গ্রামের বাসিন্দা মো. শাহাজাহান আলী (৩২) অভিযোগে উল্লেখ করেন, তার পূর্বপরিচিত মো. নাজিমুল (প্রধান শিক্ষক) (৪৬), যিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিনবিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভূক্তভোগীর স্ত্রীকে ওই বিদ্যালয়ে আয়া পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেন। এক বছরের মধ্যে চাকরি নিশ্চিত করার আশ্বাস দিয়ে অভিযুক্ত শিক্ষক শাহাজাহান আলীর কাছ থেকে ৪ লাখ টাকা গ্রহন।
অভিযোগে আরও বলা হয়, ২০২১ সালে স্থানীয় তিনজন সাক্ষীর উপস্থিতিতে শাহাজাহান আলীর নিজ বাড়িতে নগদ ৪ লাখ টাকা গ্রহণ করেন অভিযুক্ত নাজিমুল। তবে দীর্ঘ সময় পার হলেও প্রতিশ্রুত চাকরি দেওয়া হয়নি। পরবর্তীতে আয়া পদে নিয়োগ দেওয়া হলেও শাহাজাহান আলীর স্ত্রীকে বাদ দিয়ে অন্য একজন নারীকে ওই নিয়োগ দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, বিষয়টি জানার পর তিনি একাধিকবার অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে চাকরি অথবা টাকা ফেরতের দাবি জানান। এ সময় অভিযুক্ত বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১৫ নভেম্বর ২০২৫ তারিখে বিদ্যালয়ে শিক্ষা কর্মকর্তার উপস্থিতিতে টাকা ফেরতের দাবি জানালে এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন অভিযুক্ত প্রধান শিক্ষক নাজিমূল ইসলাম । কিন্তু নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত দেন নাই এবং ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করে ফোন বন্ধ করে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, চাকরি দেওয়ার কথা বলে কৌশলে অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই অভিযুক্ত শিক্ষক প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়েছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নাজিমূল ইসলাম বলেন, নিয়োগের বিষয়ে আমি শাহজান আলীর কাছ থেকে কোন টাকা নেই নাই।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।