রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রংপুর সিটি কর্পোরেশন)আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল মামুন বলেছেন, “এলাকার উন্নয়ন ও বেকারত্ব দূর করতে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই। ইনশাআল্লাহ, আমি বিজয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব এবং এই অঞ্চলে অন্তত ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব।শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় গঙ্গাচড়ার গজঘণ্টা ও বেতগাড়ী বাজারে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সারের সিন্ডিকেট নির্মূল ও কৃষকদের স্বার্থ রক্ষায় কঠোর হুঁশিয়ারি দেন। এছাড়া বিচারহীনতার সংস্কৃতি বন্ধে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে স্থানীয়দের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।