সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বৈধতা পেলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। ৩ জানুয়ারি (শনিবার) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
এর আগে সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তথ্যে কিছুটা ত্রুটি পরিলক্ষিত হওয়ায় ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্রটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রদান ও ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন জমা দিলে জেলা রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেন। এরপর পুনরায় যাচাই-বাছাই শেষে তাকে চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফয়সল আহমদ চৌধুরী জানান, প্রশাসনের পক্ষ থেকে ছোটখাটো কিছু ত্রুটির কথা বলা হয়েছিল, যা দ্রুততম সময়ে সমাধান করা হয়েছে। তিনি বলেন,
"ষড়যন্ত্র করে কিংবা বাধা সৃষ্টি করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই থেকে আমাদের বিচ্যুত করা যাবে না। এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, নির্বাচন হলে আমরাই বিজয়ী হব।"
এদিকে ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন বৈধ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, ফয়সল চৌধুরীর মাধ্যমেই সিলেট-৬ আসনে বিএনপির অবস্থান আরও সুসংহত হবে এবং তারা আসনটি পুনরুদ্ধারে সক্ষম হবেন।