স্থগিতাদেশ কাটিয়ে বৈধতা পেলেন সিলেট-৬ আসনের ধানের শীষের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী

আসাদুজ্জামান টিটুঃ

Date: রবিবার, জানুয়ারী ০৪, ২০২৬
news-banner
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বৈধতা পেলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। ৩ জানুয়ারি (শনিবার) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
​এর আগে সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তথ্যে কিছুটা ত্রুটি পরিলক্ষিত হওয়ায় ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্রটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রদান ও ত্রুটি সংশোধন করে পুনরায় আবেদন জমা দিলে জেলা রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেন। এরপর পুনরায় যাচাই-বাছাই শেষে তাকে চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
​মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ফয়সল আহমদ চৌধুরী জানান, প্রশাসনের পক্ষ থেকে ছোটখাটো কিছু ত্রুটির কথা বলা হয়েছিল, যা দ্রুততম সময়ে সমাধান করা হয়েছে। তিনি বলেন,
​"ষড়যন্ত্র করে কিংবা বাধা সৃষ্টি করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই থেকে আমাদের বিচ্যুত করা যাবে না। এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, নির্বাচন হলে আমরাই বিজয়ী হব।"
​এদিকে ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন বৈধ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, ফয়সল চৌধুরীর মাধ্যমেই সিলেট-৬ আসনে বিএনপির অবস্থান আরও সুসংহত হবে এবং তারা আসনটি পুনরুদ্ধারে সক্ষম হবেন।

Leave Your Comments