সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান কুট্টি, সহ-সভাপতি মোতাহার হোসেন ও মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন ও সদস্য সচিব শাহাদাৎ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ও সদস্য সচিব শেখ মো. রাসেল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাঈম, সহ-সভাপতি মোহাম্মদ আশিক শেখ, বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি অনন্যা রহমান অর্পাসহ উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।