বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় তেঁতুলিয়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩জানুয়ারি) বাদ মাগরীব উপজেলা বিএনপি কার্যালয়ে তেঁতুলিয়া ওলামাদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআনের ৪খতম করেন নেতাকর্মী বৃন্দ।পরে মোনাজাত পরিচালনা করেন,উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওঃ মোহা মালেক বাদশা।
দোয়া মাহফিলে তেঁতুলিয়া উপজেলা ওলামাদল সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে ওলামা দলের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রন্জু,জেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার।
এ সময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা কারী ইউসুফ আলী,উপজেলা ওলামাদল সদস্য সচিব মিজানুর রহমান মিজান,২নং ইউনিয়ন ওলামাদল সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,৩নং ইউনিয়ন ওলামাদলের সভাপতি ওমর ফরুক সাধারণ সম্পাদক সোরেমান কবির,৪নং ইউনিয়ন ওলামাদল আবুল কালাম আজাদ,৬নং ইউনিয়ন ওলামাদল সাদ্দাম হোসেন,৭নং ইউনিয়ন ওলামাদল সভাপতি সাদিউল ইসলাম,সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।