আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নীলফামারী-০৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রাজ সাপ্লাই এন্ড ট্রেডিং লিমিটেডের চেয়ারম্যান জোবাইদুর রহমান হীরা।
সোমবার(২৯ ডিসেম্বর(বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র পত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় জোবাইদুর রহমান হীরা বলেন, সাধারণ জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণের লক্ষ্যেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।