কিশোরগঞ্জে মরহুম এ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট

কিশোরগঞ্জ(নীলফামারী)থেকেঃ

Date: মঙ্গলবার, ডিসেম্বর ০২, ২০২৫
news-banner
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে 
মরহুম আলহাজ্ব এ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায়  নিতাই সিদ্দিক স্পোর্টিং ক্লাবের আয়োজনে নিতাই মসজিদ পাড়া(আলেফের মোড়) এ উক্ত উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। 

উদ্বোধনী খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমী, নীলফামারী বনাম আই.পি.এম বেলবাড়ী যুব সংঘ ক্লাব দিনাজপুর উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে।

সিদ্দিক স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক বলেন, লেখাপড়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার অন্বেষণ এবং তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি এবং মাদকাসক্তি ছেড়ে খেলার মাঠে ফিরিয়ে এনে সুস্থ সবল জাতি গঠনে আমাদের এই ফুটবল খেলার আয়োজন। আজকের এ তরুণেরা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে।

Leave Your Comments